রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ মধ্য সাগরদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে মা-মনি হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রায়পুরে পুরান বেড়ী ইসলামী যুব সংঘের উদ্যোগে ১শ’টি ফলজ গাছের চারা বিতরণ রায়পুরে বিএনপির ব্যানারে সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুরে  সাব্বিরের মরদেহ ২৯ দিনপর কবর থেকে উত্তোলন, মায়ের আর্তনাদ রায়পুরে ছেলের বিরুদ্ধে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ  রায়পুরে বন্যাত্বদের মাঝে ফ্রি চিসিৎসা ও ঔষুধ বিতরন রায়পুরে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  অধ্যক্ষের পদত্যাগ চেয়ে ফেসবুক স্ট্যাটাস সাবেক বর্তমান ছাত্রদের বামনী বন্যার্তদের পাশে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক এ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে।

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

 

সকল সৃষ্টির উৎস রবী, আল্লাহ্ নূর প্রিয় নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম, মহান আল্লাহ্ রাসুল সবশেষ নবী সৃষ্টির অদ্বিতীয় অতুলনীয়। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সর্বশেষ নবীর শুভাগমনের মহাপবিত্র দিবস ১২ রবিউল আওয়াল উপলক্ষ্য পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম উদযাপন। আহালে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ও গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা উদ্যোগে নিউইয়র্কের জ্যাকশন হাইটসের নবান্ন রেষ্টুরেন্ট’ পার্টি হলে ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী ,শুক্রবার “জশনে ঈদে মিল্লাদুন্নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম” মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব হতে মধ্যরাত প্রর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠ করেন শায়ের মুহাম্মদ সরফরাজ ও ইহান হাসনাইন।খবর বাপসনিউজ।অত্র জশনে ঈদে মিল্লাদুন্নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ, কার্যকরী সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএস। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএস। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এমদাদুল হক, সহকারী অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট। মাহফিলে তাকরীর পেশ করেন, হাফেজ ক্বারী মাওলানা ওয়াসিম সিদ্দিকী- মাওলানা শেখ মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা- মাওলানা জাফর সাদেক, সহকারী দাওয়াতে খায়ের সম্পাদক গাউছিয়া কমিটি নিউর্য়ক শাখা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মাহমুদ আহমেদ, হাজ্বী আবদুর রহমান, ফজলুল কাদের, বিশিষ্ট শিল্পপতি এমদুদুল হক চৌধুরী, অবদুল ওয়াহেদ টুপন, আবুতালেব চৌধুরী চান্দু, মোহাম্মদ সেলিম হারুন, আবু তাহের, মোহাম্মদ ফোরকান উদ্দিন, আহসান হাবিব, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ইঞ্জিনিয়ার খালেদ, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মতিউর রহমান, হারুন-উর রশিদ, এম এ মালেক. ইকবাল ফারুক। আলহাজ্ব ইসমাইল শাহ্ উপদেষ্টা পরিষদ সদস্য গাউছিয়া কমিটি নিইর্য়ক শাখা, এ্যাডভোকেট আবদুল হামিদ ,মুহাম্মদ এনাম, ইঞ্জিনিয়ার মোরশেদ, অনুষ্ঠানের আহব্বায়ক- আলহাজ্ব জালাল উদ্দিন সওদাগর,সম্মানিত উপদেষ্টা গাউছিয়া কমিটি নিউর্য়ক শাখা, প্রধান সমন্বয়কারী- আলহাজ্ব মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি গাউছিয়া কমিটি নিউর্য়ক শাখা, সদস্য সচিব মুরাদুল আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, আকতার হোসেন, মনিরুল হক চৌধুরী, মুতাসিন বিল্লা দুলাল, কাজী সাইদুর রহমান, মুহাম্মদ দিদার, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ইউসুফ আলী, মুহাম্মদ নাজের, আলহাজ্ব জাকারিয়া, নাজমুল গনি, বদরুল হক, মুহাম্মদ ইয়াহিয়া হোসেন, আবদুর রহিম।

 

উক্ত মাহফিলে প্রধান অতিথি বলেন, মহান রাব্বুল আলামীন কালামে পাকে এরশাদ করেন তার প্রিয় হাবিবের মিলাদ উপলক্ষ্যে সকল নবী রাসুলগণ থেকে স্বীকৃতি নেন এবং মহান আহালে বায়াত ও সাহাবায়ে কেরাম প্রিয় নবীর পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। কোরআন ও হাদিসে পাকের আলোকে ১২ই রবিউল আউয়াল প্রিয় নবীর শুভাগমণকে সর্বশ্রেষ্ঠ ঈদ ঘোষণা করেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম। যুগে যুগে সকল ইমানদারদের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম। মাহফিলে বক্তাগণ আরও বলেন, এই দিবসটি সমস্ত মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত প্রাপ্তির দিবস। প্রিয় নবী রাহমাতাল্লীল আলামী কে সকল সৃষ্টির রহমত হিসেবে মহান রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ও গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার পক্ষ থেকে সকল মুমিনকে ঐক্যবদ্ধ হয়ে নবীর প্রেমে জীবন গড়ার আহবান করেন। মাহফিলে সালাতু সালাম, মুনাজাত, তবারক বিতরনের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়#

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
Don`t copy text!
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102
Don`t copy text!