শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

ফ্রান্স,জার্মানি ও ইতালির সকল প্রাদেশিক কমিটি বাতিল ঘোষণা উপলক্ষে ভিসেন্জা বিএনপি ও যুবদলের আলোচনা সভা

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম উজ্জ্বল, ভিসেন্জা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফ্রান্স, জার্মান ও ইতালি কমিটি এবং কমিটিগুলোর আওতাধীন সকল প্রাদেশিক কমিটি বাতিল ঘোষণা করা হলো এই উপলক্ষে, ভিসেন্জা বি,এন,পি এ ভিসেন্জা যুবদলের আয়োজনে বারে এক চা চক্রের আয়োজন করা হয়েছে ।

উক্ত চা চক্রের আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমের সভাপতিত্বে, “কাজী সাত্তার”সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন “সিকদার মোঃ কায়েস”জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমেটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমন্বয়ক বহির্বিশ্ব।“ইমরান খান জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিসেন্জা বি,এন,পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক “কাজী সাত্তার ভিসেন্জা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক “ওহাব” ভিসেন্জা বি,এন,পির সাবেক সহ সভাপতি “আব্দুল্লাহ আল মামুন”ভিসেন্জা বি,এন,পির সাবেক সহ সভাপতি “জাফর আহমেদ”ভিসেন্জা বি,এন,পির সাবেক ছাত্র নেতা “মামুন খান” ভিসেন্জা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক “মিহাদ হাসান নয়ন” ভিসেন্জা যুবদলের সাবেক সহ সভাপতি “ সোহেল সারেং” ভিসেন্জা যুব দলের সাবেক সম্মানিত সদস্য ১ নং “খন্দকার জাকির” ভিসেন্জা বি,এন,পি নেতা “জাহান্গির আলম,আনিসুর রহমান,শরিফ হোসেন। স্যোসাল মিডিয়ায় তৃনমূল নেতাকর্মীদের চাওয়া নিয়ে দেখা যাচ্ছে ইতালি বিএনপিকে সু-সংগঠিত করতে সভাপতি হিসেবে ঢালি নাসির উদ্দিন কে দেখতে চায়।ইতালি বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণার থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইতালিতে নেতা-কর্মীদের মাঝে নেতৃত্বহীন এই অসংলগ্ন অবস্থা কাটিয়ে উঠতে উক্ত আলোচনা সভায়, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত ,রাজপথের লড়াকু সৈনিক ,শেখ হাসিনার আতঙ্ক, নির্ভীক, হাজারো কর্মী গড়ার কারিগর, ইতালি বিএনপি’র প্রাণ, যার দ্বারা ইতালি বিএনপি এত শক্তিশালী গৌরব অর্জন করেছে এবং বর্তমান স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার এডভাইজারি কমিটির সদস্য ইতালি বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব “ঢালী নাসির উদ্দীন” কে ইতালি বিএনপি’র সভাপতি হিসেবে দেখতে চায় পুরো ইতালি বাসী ।

সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে । এবং তার সাথে সাথে ভিসেন্জা বি,এন,পির সভাপতি হিসেবে “সিকদার মোঃ কায়েস”ও সাদধারন সম্পাদক হিসেবে “কাজী সাত্তার” জোড় দার আহ্বান জানানো হয়েছে । পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন সে জন্য দোয়া করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং নৈশ ভোজ গ্রহণ করে সবার মুলতবি ঘোএ করা হয়।

দেশ যুগান্তর/আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102