বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে সহকারী জজ আদালত অপসারণের প্রতিবাদে মানববন্ধন হাসিনার পদত্যাগ বিষয়ে মানবজমিন পত্রিকার রিপোর্ট দেখে আমি দারুনভাবে অবাক ও বিস্মিত: ডাঃ শফিকুর রহমান রায়পুরে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম অনুষ্ঠিত  বিএনপি নেতাকে হত্যার ১০ বছর পর হাসিনার নামে মামলা ফরিদগঞ্জে বাজার মনিটর করেছে বিশেষ টাস্কফোর্স ফরিদগঞ্জে ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে তথ্য সংগ্রহ গেলে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেন দলিল লেখক আব্দুল করিম ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য! রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চাল বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগরে দুই ইউপি’র উপনির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

রাসেল মাহমুদ, কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩নং চরলরেন্স ও ৮নং চরকাদিরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

উল্লেখ্য, গত ৮ই মে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে ৫ই এপ্রিল পদত্যাগ করেন ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ এবং গত ১৭ই মে ৩নং চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার মৃত্যুবরন করেন।এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় পদ দু’টি শূন্য ঘোষণা করেন।

পরে শূন্য ঘোষিত পদ দু’টিতে ২৮জুন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের তপসিল ঘোষণা করেন। ঘোষিত তপসিলে ৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ জুলাই বাছাই, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোটের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৩নং চরলরেন্স ইউনিয়নের জন্য মোট ১৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, সাবেক চেয়ারম্যান আহসান উল্যাহ হিরন, মোঃ আবুল কাশেম হাওলাদার, সার্জেন্ট (অব) সোলায়মান চৌধুরী, মোঃ হারুন, আব্দুর রহমান রাসেল, আবদুজ্জাহের, মাহবুবুল আলম রাজু, কপিল উদ্দিন মাহমুদ, মাওলানা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোঃ বাবুল মিয়া ও ফরিদা ইয়াছমিন।

অপরদিকে ৮নং চরকাদিরা ইউনিয়নের জন্য ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, মো. নুরুল্যাহ, মাওলানা খবিরুল হক, মো. ইব্রাহিম বাবুল, মো. বাহার, মো. ফাইজুল্লাহ, আবদুর রহিম ও জয়দেব মজুমদার।

কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম, দুই ইউনিয়নের উপনির্বাচনে মোট ২১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া তিনি, ৩নং চরলরেন্স ইউনিয়নের নুরুল করিম, ইসমাইল হোসেনসহ ছয় প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি বলেও জানান।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102